প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় টটেনহ্যাম। আর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্পারদের জালে তিনবার বল পাঠায় আর্সেনাল। গতকাল ইংলিশ প্রিমিয়ার লীগের রোমাঞ্চকর উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে ৪-২ গোলে হারায় স্বাগতিক আর্সেনাল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার বিপরীতে টটেনহ্যামের টানা ৬ ম্যাচের জয়রথ থামলো। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৮৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় টটেনহ্যাম। ইনজুরি থেকে ফিরেই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভার্টনগ্যান। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক উবামেয়াং। তার গোলেই ম্যাচের ১০ মিনিটে লিড নেয় গানাররা।
তবে ৩০ ও ৩৪ মিনিটের গোলে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার এরিক ডায়ার ও স্ট্রাইকার হ্যারি কেইন। ৫৬ মিনিটে স্বাগতিকদের ২-২ সমতায় ফেরান লাকাজে। আর ৭৪ ও ৭৭ মিনিটের গোলে টটেনহ্যামকে ম্যাচ থেকে ছিটকে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজে ও উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস তোরেইরা। এ জয়ে টটেনহ্যামকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে আর্সেনাল। ১৪ ম্যাচে দুইদলেরই সমান ৩০ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকা পাঁচে নেমে গেছে টটেনহ্যাম।
